লিংকডইন কোম্পানী পেজ তৈরি

লিংকডইন কোম্পানী পেজ তৈরি করুন সহজেই

অনলাইন ইনকাম লিংকডইন সোশাল মার্কেটিং
২০১৮ সালের নভেম্বরে লিংকডইন কোম্পানী পেজ তৈরি করার সুবিধা চালু করে।যা গ্রাহকদের পছন্দসই ব্যবসাগুলি খুজে বের করার জন্য এবং সংস্থাগুলোকে তাদের শ্রোতাদের সাথে সংযুক্ত করার জন্য নতুন একটি উপায় খুজে দিয়েছে।
আরোও পড়ুন
প্রায় ৬০০ মিলিয়ন সদস্যের এই সোশাল নেটওয়ার্কটি একটি ব্যতিক্রমী সামাজিক যোগাযোগ মাধ্যম।যার মধ্যে বিপনন এবং পেশাদার নেটওয়ার্কিংয়ের মেলবন্ধন রয়েছে।

 

এখানে লোকেরা পোষ্ট আপডেট করে,পেশাদারেরা নতুন চাকুরী খোজে,বিক্রেতা খুজে পায় তার সম্ভাবনাময় ক্রেতাকে।
যেখানে সবাই এক নেটওয়ার্কএ যুক্ত থেকে ম্যাসেজ আদান প্রদান করতে পারে।
এখানে নতুন নেটওয়ার্ক, অনুসরনকারী, কর্মচারী, এবং গ্রাহকদের একত্রে জুড়ে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।
যার ফলে উভয়ের মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি হয়ে যায়।সুতরাং একটি ব্যবসা বা সংস্থার তাদের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য একটি লিংকডইন কোম্পানী পেজের গুরুত্ব অপরিসীম।
বাংলা সাইট থেকে আয় করার বিস্তারিত গাইডলাইন
অন্যান্য সামাজিক যোগাগোগ মাধ্যমগুলোর মতো হয়তো লিংকডইন নামটি অতটা উত্তেজনাপূর্ণ বা উদ্বেগজনক মনে নাও হতে পারে।
তবে,অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন গুলোর প্রতি তাদের শ্রোতাদের বিশ্বাসযোগ্যতা ও আস্থার বিপরীতে লিংকডইনের ৬২% লোক ব্র্যান্ডের বিজ্ঞাপনী ক্রিয়াকলাপ বেশী বিশ্বাস করে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে ব্যবসার যোগসূত্র রাখার কারনে অন্য যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপরীতে লিংকডইন নিজের আলাদা একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

 

লিংকডইন কোম্পানী পেজ তৈরি

আপনার নিজের কোম্পানী,সংস্থা বা প্রতিষ্টানের জন্য একটি লিংকডইন কোম্পানী পেজ খোলার আগে কিছু বিষয় অবশ্যই আপনার মাথায় রাখা উচিত।
যেকোন সোশাল মিডিয়াতেই একটি পেজ করা খুব কঠিন কোন ব্যাপার নয়।খেয়াল রাখার বিষয় হলো সেটিকে পেশাদারিত্ত্বের সাথে শ্রোতাদের নিকট উপস্থাপন করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে।
প্রথমে আমরা দেখে নিই লিংকডইন কোম্পানী পেজ তৈরি করবেন কিভাবে।এর জন্য অবশ্যই আপনার একটি লিংকডইন প্রোফাইল থাকতে হবে।
ফেসবুক পেজ তৈরি করতে হয় কিভাবে
যদি না থাকে তাহলে একটি লিংকডইন একাউন্ট তৈরি করে নিন।এবার নীচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।

 

১। নতুন একটি লিংকডইন কোম্পানী পেজ তৈরি

সরাসরি আপনার প্রোফাইলে যান।উপরের দিকে ডানে Work নামের একটি ড্রপডাউন মেনু পাওয়া যাবে।
Work মেনুর ড্রপডাউন লিষ্টের নীচে Create A Company Page নামের ট্যাবে ক্লিক করতে হবে।

 

২। কোম্পানী সাইজ এবং ধরন নির্বাচন

আকারের উপর নির্ভর করে কোম্পানীর জন্য প্রথম দুটি অপশান থেকে যেকোন একটি বাছাই করুন।
তিন নম্বর অপশানটি শোকেস পেজের জন্য।আর সর্বশেষ অপশানটি হলো সংস্থা,প্রতিষ্টান বা শিক্ষামুলক প্রতিষ্টানের জন্য বাছাই করুন।

 

৩। কোম্পানীর তথ্যসমুহ পূরন

এই ধাপে আপনার কোম্পানীর সমস্ত ডিটেইলস গুলো দিন।এখানে অপশনাল বলে কোন তথ্য প্রদান থেকে বিরত থাকবেন না।
এখানে যে তথ্য গুলো প্রদান করতে হবে তা হলোঃ-

(১) Name:

অনুসন্ধানযোগ্যতা উন্নত করতে আপনার কোম্পানী বা সংস্থার পুরা নাম লিখুন।

(২) Linkedin public URL:

এটি আপনার অনলাইন পরিচয় এ সামজ্জস্য রাখে। নাম দেওয়ার সাথে সাথে লিংকডইন আপনার নামের সাথে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে public URL টি ইনপুট দিবে।
উদাহরনসরুপ,bangla technology blog এর লিংকডইন পেজের URL হতে হবে https://www.linkedin.com/company/bdtecblog/ এমন।
কিন্তু যদি আপনার কোম্পানী নামটি পূর্বেই অন্য কেউ ব্যবহার করে ফেলে তাহলে এমন একটি URL বাছুন যেটা সনাক্তযোগ্য আপনার ব্র্যান্ডের সংক্ষিপ্ত নাম।

(৩) Website:

এখানে আপনার ওয়েবসাইট ঠিকানাটা লিখুন।

(৪) Industry:

ড্রপ ডাউন মেনু থেকে আপনার পেজের সাথে সামজ্জস্য পূর্ণ ক্যাটাগরি বেছে নিন।এখানে দেওয়া ক্যাটাগরি অনুযায়ী লিংকডইন পেজ ভিজিটরদের কাছে সংস্থাকে উপস্থাপন করবে।

(৫) Company size:

এখানে দেওয়া আকারগুলো থেকে আপনার সংস্থার ব্যপ্তি চয়ন করুন।

(৬) Company type:

এখানে প্রদত্ত বিকল্পগুলো থেকে আপনার সংস্থার ধরন বাছাই করুন।

(৭) Logo:

একটি ভালমানের লগো আপলোড করুন।যাতে অনুগামীরা আপনার ব্র্যান্ড এবং পেজ টি সনাক্ত পারে।
লগোর নূন্যতম সাইজ ৩০০ x ৩০০ px হওয়া উচিত।
অবশ্যই যেন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহ্যত লগোর সাথে মিল থাকে।

(৮) Tagline:

সর্বাধিক ১২০ অক্ষরে আপনার কোম্পানী সম্পর্কে এমনভাবে বর্ণনা দিন যেখানে অন্যান্য সোশাল মিডিয়ায় ব্যবহ্যত ট্যাগ গুলোর সাথে সামজ্জস্য থাকে।
সব তথ্যগুলো সঠিকভাবে পুরন করে নীচের একটি চেকবক্সে টিক দিন এবং Create page এ ক্লিক করুন।

 

৪। লিংকডইন কোম্পানী পেজ তৈরির পরবর্তী ধাপঃ-

শেষ ধাপে আপনাকে আপনার পেজের এডমিন ভিউটা দেখাবে।যেটি মুলত একটী ড্যাশবোরড।
এখান থেকেই আপনি নিজের পেজের পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন।
এই ধাপে আপনাকে যা করতে হবে তাহলোঃ

(১) Description:

নিজের সম্পর্কে একটি বিভাগ যুক্ত করুন।যার দ্বারা আপনার ব্র্যান্ড বা সংস্থার সঠিক রুপ প্রকাশ পায়।
এটি ২০০০ শব্দের হতে পারে এবং আপনি একাধিক ভাষাও ব্যবহার করতে পারেন।এর মধ্যে প্রাসঙ্গিক কিওয়ার্ড গুলো অন্তরভুক্ত করে লিংকডইন এবং সার্চ ইঞ্জিন গুলির মাধ্যমে আপনার পেজকে খুজে পেতে লোকেদের সহায়তা করতে পারেন।

(২) Location:

আপনি ইচ্ছা করলে একাধিক ঠিকানা ব্যবহার করতে পারেন।তবে নূন্যতম একটি ঠিকানা ব্যবহার করা উচিত।

(৩) Cover photo:

নূন্যতম ১১২৮ x ১৯১px সাইজের একটি কভার ফটো আপলোড করুন।

(৪) Hashtags:

আপনার পেজে ব্যবহ্যত হ্যাশট্যাগ গুলি অনুগামীদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করে।আপনার ব্র্যান্ড,সংস্থার সাথে সম্পর্কিত ৩ টি হ্যাশট্যাগ যুক্ত করুন।
এবার আপনার লিংকডইন কোম্পানী পেজ টি একেবারে তৈরি এবং শেয়ার করার জন্য প্রস্তুত।
এছাড়াও আরোও কিছু বিষয় রয়েছে যাতে আপনার মনোনিবেশ করা উচিত।পেজের বিবরন সম্পূর্ণ করুন।অপশনাল বলে এড়িয়ে না গিয়ে বিশদ বিবরন তুলে ধরুন।
আপনি যত বেশী বিবরন যোগ করবেন আপনার পেজকে খোজার ক্ষেত্রে বা সংযোগ স্থাপনের ক্ষেত্রে লোকেদের ততবেশী সহজ হবে।আপনার পেজের জন্য নতুন পেজ এডমিন যুক্ত করুন।
৫ ধরনের এডমিন রোল তৈরি করতে পারবেন আপনার করমচারীদের পদবী অনুযায়ী।
যাকে এডমিন হিসাবে যুক্ত করতে চান তাকে অবশ্যই আপনার মুল লিংকডইন একাউন্টের সাথে যুক্ত থাকতে হবে।
আপনার পেজের ফটো গুলো আপ টু ডেট রাখুন।বিশেষ করে পেজের লগো এবং কভার ফটো খুবই গুরুত্বপূর্ণ।
এটি ব্র্যান্ডের সচেতনতা বাড়ীয়ে তুলবে।নতুন গ্রাহক,করমচারী এবং অনুসারীদের আপনার লিংকডইন ব্র্যান্ডটি খুজে পেতে সাহায্যে করবে।
অন্যান্য সোশাল মিডিয়ার মতোই এবার আপনি আপনার কনটেন্ট গুলো নিয়মিতভাবে শেয়ার করতে থাকুন এবং আপনার পেজের ফলোয়ারদের এঙ্গেজ করার চেষ্টা করুন।
কল টু একশান বাটনটি প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করুন।

 

শেষকথা

সত্যিকার অর্থে যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো নিজের একটি পেজ তৈরি করাই শেষ কাজ নয়।
এটি কেবল আপনার পদক্ষেপের প্রথম ধাপ বলতে পারেন।আপনার টার্গেট অডিয়েন্সের সাথে জড়িত হওয়া,তাদের অবহিত করা,এবং বাজারজাত করার জন্য আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে পোষ্ট করে যেতে হবে।

 

Comments are closed.