bkash loan

Bkash loan দশ হাজার টাকা আপনিও পেতে পারেন

তথ্য প্রযুক্তি বাংলাদেশ বিকাশ
বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন সেবা চালু করছে।আজকের পোষ্টে bkash loan পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।কারা কারা পাবে এই লোন।আর কারা পাবে না জেনে নিন বিস্তারিত।
এই লোনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো কোন জামানত বা কাগজ পত্রের কোন প্রয়োজন হবে না।সম্পূর্ণ জামানতবিহীন লোন এটি।

 

আকাশ ডিটিএইচের বিস্তারিত জানতে দেখে নিন,
জরুরী বিপদে মানুষের তৎক্ষণাৎ মানুষের পাশে দাঁড়ানোই উদ্দ্যেশ্যেকে সামনে রেখেই এমন পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে আনুষ্টানিক সংবাদ সম্মেলনে জানানো হয়।
যাতে বিপদের সময় সামান্য কিছু টাকার অভাবে মানুষকে আরোও বিপদগ্রস্থ না হতে হয়।তাই বিকাশ তাদের গ্রাহকদের জন্য এমন সহজ bkash loan এর ব্যবস্থা করছে।

bkash loan পাওয়ার উপায়ঃ-

বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় কিছু নির্বাচিত বিকাশ এপস ব্যবহারকারী গ্রাহক গন এই সুবিধা ভোগ করতে পারবেন।
পরবর্তীতে প্রকল্পের যাচাই বাছাই পূর্বক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাভ সাপেক্ষে সকল বিকাশ গ্রাহকের জন্য সেবাটি উম্মুক্ত করা হবে।
গ্রাহকের পূর্ববর্তী লেনদেন যাচাই বাছাই করতে এই প্রকল্পে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এ,আই) প্রযুক্তির ব্যবহার করা হবে।
বিকাশ এবং সিটি ব্যাংকের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
বিশ্বের অন্যান্য দেশে ক্রেডিট এসেসমেন্ট সেবা দান কারী প্রতিষ্টান আলিবাবা গ্রুপের এফলিয়েট এন্ট ফিনান্সিয়াল এই প্রকল্পের ক্রেডিট এসেসমেন্ট করবে।
গ্রাহক নির্বাচন বা লোনের পরিমান ঠিক করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত এপলিকেশন বিশেষ ভূমিকা পালন করবে।
জেনে নিন বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কিভাবে ফ্রিতে কথা বলতে হয়,

bkash loan কত টাকা অবধি পাওয়া যাবেঃ-

শুরুতে সিটি ব্যাংক-বিকাশ এর ডিজিটাল লোনের পাইলট প্রকল্পে ১০ হাজার টাকা পর্যন্ত লোন সুবিধা পাওয়া যাবে।প্রকল্প শেষে এই পরিমান বাড়বে।
অবশ্য লোনের পরিমান কত হবে তা আপনার লেনদেনের ধরন অনুযায়ী নির্ধারিত হবে এবং তাও আবার এ আই প্রযুক্তির মাধ্যেমে।

 

বিকাশ লোন এর টাকা কিভাবে পরিশোধ হবেঃ-

bkash loan পাওয়ার যোগ্য বিবেচিত হলে বা লোন পাওয়ার পর প্রথম ৩ মাসে সমান ৩ কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে।
নির্ধারিত পরিশোধ তারিখের আগে এসএমএস বা এপস নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত সময়ে বিকাশের একাউন্ট থেকে কিস্তির সমপরিমান টাকা কেটে নেওয়া হবে। এভাবে সমান ৩ টি কিস্তিতে টাকা পরিশোধ হয়ে যাবে।

 

সঠিক নিয়মে কিস্তির টাকা পরিশোধিত হচ্ছে কিনা তা সরাসরি সিটি ব্যাংক পরযবেক্ষন করবে।
পরবর্তীতে যে কোন লোন পাওয়ার ক্ষেত্রে তা মূল্যায়ন করা হবে।
গ্রাহক কোন কারনে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে সিটি ব্যাংক লোন খেলাপী হিসাবে সরাসরি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করবে।

 

ব্যাংক লোন কে প্রযুক্তির কল্যানে আরোও জনমুখী করতে বিকাশ এবং সিটি ব্যাংক এই প্রকল্প হাতে নিয়েছে।
মানুষের জরুরী প্রয়োজনে তৎক্ষণাৎ টাকা পাওয়ার প্রক্রিয়া সহজ থেকে সহজতর করার লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
বিশেষ করে উচ্চ সুদ আর কাগজ পত্র জমা দিয়ে দিনের পর দিন ব্যাংকে ঘোরাঘোরি থেকে রক্ষা করতে এমন ব্যবস্থা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

 

নানা কারনেই মানুষের জরুরী টাকার প্রয়োজন পড়ে।নানান বিপদে আপদে তৎক্ষণাৎ টাকা পাওয়ার কোন উপায় নাই।
যার কারনে মানুষকে অনেক উচ্চ সুদে লোন নিতে হয়।যাতে তার বিপদের বোঝা আরোও বেড়ে যায়।
বিশেষ করে প্রান্তিক মানুষ,ব্যবসায়ী,পেশাজীবিসহ সকল শ্রেনীর মানুষের জরুরী প্রয়োজনের কথা মাথায় রেখে এমন উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।
যাতে মানুষের জীবন মান উন্নয়নে ডিজিটাল লোন কার্যকর ভুমিকা রাখতে পারে।

bkash loan এর সুদের হার কতঃ-

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন এ সুদের হার থাকবে সহনীয় পরযায়ে,মাত্র ৯% হারে সুদ দিতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুদের হার নির্ধারণ করা হয়।

 

কিভাবে পাওয়া যাবে bkash loan?

প্রথম পর্যায়ে শুধুমাত্র বিকাশ এন্ড্রোয়েড এপস ব্যবহারকারী নির্বাচিত গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন।
তাদের বিকাশ এপসে লোন আইকনটি দেখতে পাবেন।প্রথমেই গ্রাহককে তার বিকাশ কেওয়াইসি ফর্মের তথ্য সিটি ব্যাংকে দেখার পারমিশন দিতে হবে।

 

এরপর লোনের পরিমান ও নিজের পিন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।সব ঠিক থাকলে সাথেই সাথেই bkash loan এর টাকা আপনার বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে।
৯% হারে সুদসহ লোনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সকল বিধিবিধান প্রতিপালিত হবে।

 

বিকাশ ডিজিটাল লোন কারা পাবেঃ-

প্রথম অবস্থায় পাইলট প্রকল্পের অধীনে নির্বাচিত কিছু গ্রাহক ডিজিটাল লোন সুবিধা ভোগ করতে পারবে।
প্রকল্প শেষে এটি সাধারন গ্রাহকদের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। bkash loan পাওয়ার জন্য সাধারন গ্রাহকদের আরোও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

শেষকথাঃ-

বিস্তারিত জানতে বিকাশের ওয়েবসাইট ভিজিট করুন।
bkash loan পাওয়ার উপায় খুবই সহজ এবং পর্যায়ক্রমে সব গ্রাহকরাই এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে।আরোও বিস্তারিত জানার জন্য বিকাশের ওয়েবসাইট ভিজিট করুন।

 

Comments are closed.