সার্চ কনসোল

গুগল সার্চ কনসোল এ সাইট সাবমিট করার নিয়ম

টেকনিক্যাল এসইও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
গুগল সার্চ কনসোল এ সাইট সাবমিট এবং ইনডেক্স করাতে হবে।শুধু তাহলেই সেই সাইট গুগল সার্চ ইঞ্জিনের পাতায় অনুসন্ধানকারীদের সামনে প্রদর্শিত হবে।
নচেৎ যত দামী কনটেন্ট থাকুক না সার্চ ইঞ্জিন আপনার সাইটটি খুজেই পাবে না।সুতরাং অনুসন্ধান কারীরাও আপনার সাইটটি খুজে পাবে না।

 

ধরে নিলাম,আপনার একটা ওয়েব সাইট আছে।
নিজেই নিজের ওয়েবসাইট বানাতে চাইলে পড়ে দেখুনঃ
যেকোন ওয়েব হোস্টিং এ ওয়ার্ড প্রেস ইনস্টলেশন
আপনি চাচ্ছেন যে,আপনার শ্রোতারা যেন আপনার সাইটের বিষয়বস্তু সম্পর্কিত শব্দ সার্চ করে আপনার সাইটটি সার্চ ইঞ্জিন থেকে খুজে পেতে পারে।
তাহলে অতি অবশ্যই আপনার সাইট টাকে ওয়েব মাস্টার তথা সার্চ কনসোল এ সাবমিট,ভেরিফিকেশন এবং সাইট্ম্যাপ সাবমিট এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

গুগলের মতো আরোও অনেক সার্চ ইঞ্জিন আছে। আজকের পোষ্টটিতে গুগল সার্চ কনসোল এ সাইট সাবমিট করার নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হবে।যেহেতু সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এখনো পর্যন্ত গুগল অপ্রতিদ্বন্দী এবং সেরা।
পরবর্তীতে অন্যান্য সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
বাংলায় সম্পুর্ন এসইও সম্পর্কে জানতে দেখুনঃ-
এসইও কি? সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের আগাগোড়া
টেকনিক্যাল এসইও ,সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের ভিত্তি
জেনে নিন কিভাবে অনপেজ এসইও করবেন।
অফপেজ এসইও, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের শেষ ধাপ
ব্যাকলিংক তৈরির সহজ উপায়

সার্চ কনসোল এ সাইট সাবমিট

যেহেতু এটি গুগলের একটি ফ্রি সারভিস।তাই সাইট ইনডেক্সীং এর জন্য কোন টাকা দরকার হবে না।তবে অবশ্যই একটি জিমেইল আইডি লাগবে।যদি জিমেইল আইডি না থাকে তাহলে জিমেইল আইডি তৈরি: ইমেইল একাউন্ট ওপেন করুন নিমিষেই পোষ্টটি পড়ে জিমেইল আইডি তৈরি করে নিন।
জিমেইল আইডিতে লগ ইন করে সোজা গুগল সার্চ কনসোল লিংকে প্রবেশ করুন।
এবার বামের সাইড বার থেকে এরো চিহ্নিত Add Property তে ক্লিক করলে +Add Property ট্যাব দেখা যাবে।
এখানে ক্লিক করলে
select property type উইজার্ড টি আসবে।এখানে ডানে URL prefix এ আপনার সাইটের URL টি বসিয়ে দিয়ে নীচের Continue বাটনটিতে ক্লিক করুন।
এবার আপনার সামনে Verify Ownership উইজার্ড টি আসবে।উইনারশীপ ভেরিফিকেশনের বেশ কয়েকটি মেথড দেওয়া থাকে।
এর মধ্যে যেকোন একটি মেথড ফলো করে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারলে প্রোপার্টি টি আপনার বলে গন্য হবে।
তবে আপনি যত গুলো ভেরিফিকেশন মেথড সম্পন্ন করতে পারবেন আপনার জন্য ততই ভালো হবে।মেথড গুলো হলোঃ
১। HTML File
২। Domain Name Provider
৩। HTML Tag
৪। Google Analytics
৫। Google Tag Manager
Verify Ownership উইজার্ড এ প্রত্যেকটি মেথড আলাদা অংশে ভাগ করা আছে এবং প্রতিটি অংশেই পরিপূর্ণ ইন্সট্রাকশন দেওয়া আছে।
সব গুলি মেথডে ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য আপনার সাইট সার্ভারের ফাইল গুলোর এক্সেস আপনার হাতে থাকতে হবে।

HTML File ভেরিফিকেশন

যদি আপনি HTML File মেথডটি অনুসরন করতে চান তাহলে প্রথমে Verify Ownership উইজার্ডে HTML File অংশে একটি .html ফাইল পাবেন,
ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আপনার সাইট সার্ভারের রুট ফোল্ডারে সেটি আপলোড করতে হবে।
আপলোড সম্পন্ন হলে আবার সার্চ কনসোলের HTML File অংশে এসে নীচে Verify বাটনে ক্লিক করতে হবে।যদি সব ঠিক থাকে তাহলে উইনারশীপ ভেরিফায়েড ম্যাসেজ দেখতে পাবেন।

HTML Tag ভেরিফিকেশন

অথবা যদি আপনি HTML Tag ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্ন করতে চান তবে প্রথমে Verify Ownership উইজার্ডে HTML Tag অংশে একটি মেটা ট্যাগ দেওয়া থাকবে।
সেখান থেকে মেটা ট্যাগ টি কপি করে নিতে হবে।এবার আপনার সাইট সার্ভারের index ফাইলের <head> সেকশানের ভিতরে মেটা ট্যাগ টি পেষ্ট করে দিতে হবে।
একইভাবে আবার সার্চ কনসোলে ফিরে এসে HTML Tag অংশের নীচের দিকে Verify বাটনটি ক্লিক করে আপনার সাবমিশন নিশ্চিত হতে হবে।যদি সব ঠিক থাকে তবে আপনি উইনারশীপ ভেরিফায়েড ম্যাসেজ দেখতে পাবেন।

Dns txt record ভেরিফিকেশন

এছাড়াও যদি আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেল আপনার হাতে থাকে তবে একই ভাবে DNS TXT বসায়ে ভেরিফিকেশন মেথড সম্পন্ন করতে পারবেন।
সেজন্য আবারো Verify Ownership উইজার্ডে Domain Name Provider অংশে যান,এখানেও একটা টেক্সট রেকর্ড দেখতে পাবেন।
শুধু সেই অংশটুকু কপি করুন।এবার আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগ ইন করে Dns txt রেকর্ড এ পেষ্ট করুন।
Dns txt রেকর্ড আপডেট হতে বেশকিছু সময় নিতে পারে।
সেক্ষেত্রে আপডেট হওয়ার পর আবার সার্চ কনসোল এর Verify Ownership উইজার্ড এর Domain Name Provider অংশের নীচের দিকের Verify বাটনে ক্লিক করতে হবে।
প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হলে উইনারশীপ ভেরিফায়েড ম্যাসেজ দেখতে পারবেন।সফল ভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে একটি ওয়েলকাম ম্যাসেজ দেখতে পাবেন,যেটি সার্চ কনসোল এর নতুন রুপে আপনাকে স্বাগত জানাবে।

সার্চ কনসোল এ সাইট ম্যাপ সাবমিট

এবার আপনাকে সাইটের একটি sitemap সার্চ কনসোল এ সাবমিট করতে হবে। এজন্য বামের সাইড বার থেকে Sitemaps ট্যাবে ক্লিক করুন।
Add a new sitemap অংশে আপনার সাবমিট করা সাইটের URL টি দেওয়াই থাকবে।এখানে শুধু আপনার সাইট সার্ভারের রুট ডিরেক্টরীতে থাকে সাইট্ম্যাপের নামটা যোগ করতে হবে।
Submit বাটনটি ক্লিক করতে হবে।সবকিছু ঠিক থাকলে Submitted Sitemap এর লিষ্টে আপনার আপলোড করা সাইট্ম্যাপ টি শো করবে।এর Status এ অবশ্যই নীল লেখায় Succes লেখা দেখা যাবে।সাইট্ম্যাপের কোন ত্রুটি থাকলে সেই ইরর টাও দেখতে পাবেন।
সফল ভাবে সাইট্ম্যাপ সাবমিট করা হয়ে গেলে আপনার কাজ এখানে শেষ। গুগল সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করা হয়ে গেছে। এবার আপনি সার্চ কনসোল এর সমস্ত ফিচার গুলো ব্যবহার করে আপনার সাইটের অবস্থা জানতে পারবেন।

শেষকথা

গুগল সার্চ কনসোল এ সাইট সাবমিট করা আপনার এসইও এর প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ অংশ।তাই এটি খুবই সতর্কতার সাথে সম্পন্ন করা উচিত।