Bangla voice typing

Bangla voice typing । বাংলা টাইপিং করুন মুখে বলে

এন্ড্রোয়েড তথ্য প্রযুক্তি
এমনিতেই এন্ড্রোয়েড ফোনের ছোট পর্দায় টাইপিং করাটা বেশ ঝামেলার। Bangla voice typing এর মাধ্যমে সহজেই এন্ড্রোয়েড ফোন বা পিসিতে শুধুমাত্র মুখে বলেই বাংলা টাইপিং করা যাবে।

 

আকাশ ডিটিএইচের বিস্তারিত জানতে দেখে নিন,

 

Voice typing

এমনিতেও মানুষ এন্ড্রোয়েড ফোন বা পিসিতে কোন কিছু টাইপ করতে গেলে চরম বিরক্ত বোধ করে।
আইফোন ১৪ এর দাম ও ফুল স্পেসিফিকেশন
এন্ড্রোয়েড ফোন বা পিসিতে অবশ্য বাংলা ভাষায় অভ্র,মায়াবী,রিডমিক বা আরোও কিছু কিবোর্ড পাওয়া যায়,যেগুলো ব্যবহার করে বাংলা লেখা যায়।
আইফোন প্রেমীদের জন্য সুখবর
কিন্তু এসব কিবোর্ড ব্যবহার করে কোন কিছু লেখা অতোটাও সহজ নয়।রীতিমতো অনুশীলন করার পর স্বাচ্ছন্দে বাংলায় টাইপ করা যায়।

Bangla voice typing

voice typing

কিন্তু সত্যি বলতে voice typing সুবিধাটা আসার পরে পুরা ব্যাপারটাই খুব সহজ হয়ে যায়।
এন্ড্রোয়েড ফোন বা পিসিতে সামান্য দু একটা সেটিংস পরিবর্তন করে খুব সহজেই Bangla voice typing করা যায়।
আপনি কি আইফোন প্রেমী, তাহলে আইফোন ১২ প্রো ম্যাক্স এর বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন,
অক্ষর খুজে খুজে লেখার বদলে শুধু মুখে উচ্চারন করে বাংলা টাইপিং করা কিছুদিন আগেও স্বপ্নের মতোই ছিল।কিন্তু সেই স্বপ্ন এখন সত্যি।
এবার এসে গেল মোবাইলে আনলিমিটেড ডাটা সার্ভিস
এখন শুধু মুখে বলেই অনায়েসেই বাংলা টাইপ করা যায়।যাতে আপনার সময় ও শক্তি দুটোই বাঁচে।
জেনে আইফোন ৭ প্লাস বাংলাদেশের বাজারে দাম কত?

bangla keyboard type

এন্ডোয়েড ফোন বা পিসিতে বাংলা টাইপ করার জন্য মানুষ সাধারণত mayabi, avro, ridmik জাতীয় Bangla keyboard ব্যবহার করে থাকে।
রিয়েলমি সি  ৩৫ এর ফুল স্পেসিফিকেশন
এন্ড্রোয়েড ফোনের ছোট পর্দায় এমনিতেই টাইপিং করা কস্টকর ব্যাপার। অথবা পিসিতে bangla keyboard এ type করতে গিয়ে অনেকেই বেকাদায় পড়ে যান।
পিসি হোক বা এন্ড্রোয়েড ফোন কোন কিছু বাংলা টাইপিং করতে গিয়ে হিমশিম খেতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর।একার,উকার,র-ফলা,য-ফলা আর যুক্তাক্ষর লিখতে গিয়ে রীতিমতো কিবোর্ডের সাথে যুদ্ধ করতে হয়।
আরোও পড়ুন
এক নিমিশেই এই ঝামেলা থেকে চিরমুক্তি দিতে গুগল এনেছে Bangla voice typing kewboard।গুগলের Gboard নামের এই কিবোর্ডটি ইনস্টল করে নিয়ে সামান্য কিছু সেটিং আপ করলেই যে কেউ মোবাইল ফোনে অথবা পিসিতে শুধুমাত্র মুখে বলেই বাংলা টাইপিং অনায়াসেই করতে পারবে।

bangla voice typing

Google Gboard

আর কখনোই আপনাকে কিবোর্ডের উপর দুহাতের আঙ্গুল রেখে খট খট করে টাইপ করতে হবে না।এমনতেই টাইপিং করাটা অনেকের কাছে ঝামেলার।পর্যাপ্ত অনুশীলন না থাকলে কিবোর্ডে অক্ষর খুজতে হয়।তার উপর বাংলা টাইপিং যেন দুস্বপ্নের মতো।

 

Google Bangla type এবং Bangla voice keyboard

গুগল এর Bangla voice keyboard হলো Gboard।এই কিবোর্ড এন্ড্রোয়েড ফোনে ইনস্টল করে খুব সহজেই Google Bangla type করা যায়।এটিও খুব সহজ প্রক্রিয়া।
প্রথমে Google play store থেকে সরাসরি এই লিংক দ্বারা Google Gboard এন্ড্রোয়েড এপসটি ইনস্টল করতে হবে।
গুগল এপসটি আপডেট না থাকলে আপডেট করে নিতে হবে।

bangla voice typing

Google voice typing

 

Google Gboard এপ্লিকেশন খুলে ল্যাঙ্গুয়েজ সেটিং এ বাংলা ল্যাঙ্গুয়েজ কনটেন্ট ডাউনলোড করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটিংস এ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেটিংস এ বাংলা সিলেক্ট করে দিতে হবে।
এবার এন্ড্রোয়েড ল্যাঙ্গুয়েজ সেটিংস এ Google Gboard কে ডিফল্ট কিবোর্ড হিসাবে সিলেক্ট করতে হবে।এবার যেকোন টেক্সট বক্সে ঢুকলেই Gboard কিবোর্ড এ ভয়েস টাইপিং আইকন(মাইক্রোফোন) দেখা যাবে।সেখানে ক্লিক করেই কথা বলা শুরু করুন,দেখুন আপনার বলা কথা গুলো টেক্সট আকারে লেখা হয়ে যাচ্ছে।
আজ এপর্যন্ত, অচিরেই নতুন কোন দরকারী পোস্টে আবার কথা হবে। সমস্যা বা পোস্টটির ব্যাপারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আপনার এন্ড্রোয়েড ফোন চলবে লিনাক্স অপারেটিং সিস্টেমে, দেখে নিন কিভাবে?
এন্ড্রোয়েড ফোনে লিনাক্স ইনস্টল করে প্রোগ্রামিং চর্চা কে সহজ করুন।

 

Bangla voice typing এর সুবিধাসমূহ

বিশেষ করে Bangla voice typing এর সুবিধা গ্রহন করে খুব দ্রুত অনলাইন চ্যাটিং করে বন্ধুদের চমকে দেওয়া যায়। এতো দ্রুত রিপ্লাই করতে পারবেন যাতে যে কেউ অবাক হবে।
মোবাইল কোম্পানীর অযাচিত বিরক্তিকর প্রমোশনাল এসএমএস থেকে বাচার উপায় জানতে পড়ুন
এছাড়াও যারা বিভিন্ন ধরনের লেখালেখির সাথে জড়িত বাংলা টাইপিং তাদের জন্য রীতিমতো আশির্বাদ।
Bangla voice typing ব্যবহার করে বড় বড় আর্টিকেল গুলো নিমিষেই লিখে ফেলা যায়। তাছাড়াও সোশাল মিডিয়ায় পোষ্ট, কমেন্ট লেখার ক্ষেত্রেও এটা খুবই কার্যকরী।

bangla voice typing

Bangla voice typing

স্পিচ টু টেক্সট প্রযুক্তির কল্যানে গুগলের ভয়েস টাইপিং কি বোর্ড এই সুবিধা করে দিয়েছে।যার মাধ্যমে অনর্গল ফোনে মুখে বলে Bangla voice typing করে যাওয়া সম্ভব।

 

৯৮ % নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি এটি প্রতি মিনিটে ৩৫০ টি শব্দ টাইপ করতে সক্ষম।ভয়েস টাইপিং এর ব্যবহারবিধি খুব সহজবোধ্য হওয়ায় যেকেউ খুব সহজেই বাংলা ভয়েস টাইপিং ব্যবহার করতে পারে। যার দ্বারা তার মুল্যবান সময় এবং শক্তি সঞ্চয় করতে পারে।
মোবাইল ফোন কেনার পুর্বে জেনে নিন ফোনটি আসল কি না
পাশাপাশি হিজিবিজি টাইপিং এর বিরক্তিকর ঝামেলা থেকে নিমিষেই মুক্তি পেতে পারে।লেখালেখির যেকোন ক্ষেত্রেই Bangla voice typing এর সুবিধা ভোগ করা যাবে।

 

বন্ধুদের সাথে দ্রুত চ্যাটিং করা, প্রবন্ধ বা গল্প লেখা, সোসাল মিডিয়ায় পোষ্ট, কমেন্ট করা ভয়েস টাইপিং এর কল্যানে সহজ থেকে সহজতর হয়ে যাবে।

 

ভাবুন যে, একটি অক্ষর টাইপ না করে শুধু মুখে বলে বাংলায় টাইপিং করে আপনি একটি গল্প লিখে ফেললেন।
কত সহজ, তাই না?
স্মার্টফোনে নিরাপত্তা নিশ্চিত করতে যা করতে হবে,

এন্ড্রোয়েড ফোনে মুখে বলে বাংলা টাইপিং

শুরুতেই বলে রাখা ভালো। যেহেতু এটি অনলাইন বেজড এপ্লিকেশন তাই এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
তবে কিছু ল্যাংগুয়েজ অফলাইন এ কাজ করে। তার জন্য সেই ল্যাংগুয়েজ প্যাকের অফলাইন লাইব্রেরি আগে থেকেই ডাউনলোড করে রাখতে হয়।
খুব সহজ কিছু ধাপ অনুসরন করে Bangla voice typing সুবিধা ভোগ করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।
গুগল প্লে ষ্টোর থেকে গুগল এপস ইনস্টল করুন। যথারীতি ইন্সটল করা এপসটি আপডেট করতে হবে।
এবার সেটিং মেনু থেকে ল্যাংগুয়েজ ইনপুট সিলেক্ট করুন। ডিফল্ট কিবোর্ড এর তালিকা দেখা যাবে। এখানে অ্যাড কিবোর্ড এর মাধ্যমে গুগল ভয়েস টাইপিং চেক বক্সে ক্লিক করতে হবে।

এন্ড্রোয়েড ফোনে বাংলা টাইপিং

ভয়েস টাইপিং সেটিং

বাংলা টাইপিং করতে চাইলে ফোনের ল্যাংগুয়েজ সেটিং এ বাংলা সিলেক্ট করতে হবে। এবার যেকোনো টেক্সট বক্সে গিয়ে কিবোর্ডে মাইক্রোফোন চিহ্নিত গুগলের ভয়েস টাইপিং বাটনটি চাপতে হবে।
এবার আপনার কাঙ্খিত শব্দগুলো মুখে উচ্চারণ করুন। দেখুন সেগুলো আপনার টেক্সট বক্সে অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে।

 

গুগল ডকে Bangla voice typing (যেকোন পিসিতে)

পিসি বা এন্ড্রোয়েড ফোনে গুগল ডক ব্যবহার করে যেকোন ধরনের ডকুমেন্ট তৈরি করা যায়। আর এই লেখালেখির কাজকে সহজতর করতে এখানেও Bangla voice typing বেশ কার্যকরী।
শুধুমাত্র গুগল ডকস এ বাংলায় ভয়েস টাইপিং এর সুবিধা রয়েছে।পিসিতে বাংলা ভয়েস টাইপিং করার জন্য এখন পর্যন্ত google docs ই একমাত্র ভরসা।

গুগল ডকে bangla voice typing

Google Docs এ ভয়েস টাইপিং

গুগল ডকে Bangla voice typing ব্যবহার করে অনায়াসেই যে কোন সাইজের বই, গল্প, প্রবন্ধ, কবিতা লিখে ফেলা যায়।
পিসি থেকে গুগল ডকের ওয়েব ভার্সনে ঢুকে বাংলা ভয়েস টাইপিং এনাবল করে নিতে হবে।
এবার একটা new document ওপেন করে নিতে হবে। বাম পাশে মাইক্রোফোন চিহ্ন দেখা যাবে।মাইক্রোফোনের উপরে এরো চিহ্ন থেকে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ (বাংলা) সিলেক্ট করে নিতে হবে।
মাইক্রোফোনে ক্লিক করে আপনি যা টাইপ করতে চান সেটা মুখে বলা শুরু করতে হবে।
bangla voice typing
গুগল ডক ভয়েস টাইপিং
তাহলেই দেখবেন কাসসরের জায়গায় আপনার মুখে উচ্চারন করা শব্দ গুলো লিখা হয়ে যাচ্ছে।

 

শেষকথা

যে কোন অবস্থাতেই ভয়েস টাইপিং সময় এবং কষ্ট দুটোই বাচায়। সেটা যদি মুখে বলে বাংলা টাইপিং হয়,  তাহলে তো আরোও সুবিধা।
কারন স্মার্ট ফোনের ছোট পর্দার ছোট কিবোর্ডে হাতে বাংলা টাইপ করা শুধু কস্টকর নয় বিরক্তিকরও বটে। তাই টাইপ করা ঝামেলা থেকে বাঁচতে Bangla voice typing সেরা বিকল্প।

 

 

Comments are closed.